ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

নতুন কৌশল নিয়ে এগিয়ে যাবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৫
নতুন কৌশল নিয়ে এগিয়ে যাবে ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৪তম কোপা আমেরিকায় অংশ নিতে ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে কার্লোস দুঙ্গার ব্রাজিল। শিরোপা জয়ের মিশন নিয়েই চিলিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মাঠে নামবে বলে জানিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়েগো সিলভা।



কোপা আমেরিকার আসরে নামার আগে দলের বর্তমান অধিনায়ক নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ খেলার কারণে জার্মানিতে অবস্থান করছেন নেইমার। তাই ৭ জুনের প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে থাকছেন না বার্সা তারকা।

১০ জুন দুঙ্গার শিষ্যরা লড়বে হন্ডুরাসের বিপক্ষে। আর ১৪ জুন পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে ব্রাজিল।

নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে জার্মানির বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর দুঙ্গার অধীনে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। বিশ্বকাপের পর থিয়েগো সিলভার বদলে দলের দায়িত্ব গিয়ে পড়ে নেইমারের কাঁধে। আর লুইস ফেলিপ স্কলারির স্থলাভিষিক্ত হন দুঙ্গা। নেইমার আর দুঙ্গার দলটি এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। অপরাজিত থেকে এবার কোপা আমেরিকার আসরে নামছে তারা।

দল নিয়ে সিলভা বলেন, আমি বলবো একটি ভালো দলই গড়া হয়েছে। দুঙ্গার অধীনে খুব শিগগিরি আমরা একটি শিরোপা জিততে চলেছি। আমরা নতুন নতুন টেকনিক শিখেছি, নতুন নতুন ফুটবলার পেয়েছি। নতুন কিছু নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

এবারের আসরে ব্রাজিলের সঙ্গে ফেভারিট ধরা হচ্ছে আর্জেন্টিনা, কলম্বিয়া এবং স্বাগতিক চিলিকে। এ প্রসঙ্গে সিলভা বলেন, একেক জনের কাছে একেক দল ফেভারিট। আপনি আপনার মত দেবেন, আমি আমার নিজের মত দেবো। তবে, বিশ্বকাপে কলম্বিয়া দারুণ খেলেছে। আর্জেন্টিনার বিশ্বমঞ্চের ফাইনালে লড়াই করেছে। আর ব্রাজিল জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরেছে। তবে, এ মুহূর্তে বলা মুশকিল কোন দলটি একক ভাবে এবারের টুর্নামেন্টে সেরা।

নিজের সতীর্থদের নিয়ে সিলভা যোগ করেন, আমি বলব না আমরাই একমাত্র দল যারা শিরোপা ঘরে নিয়ে যাবে। তবে, এটা পরিস্কার আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। দলে রয়েছে এভারটন রিবেরিওর মতো অসাধারণ ফুটবলার। দলের নিয়মিত সদস্য হিসেবে কোউতিনহো, ডগলাস কস্তারা সুযোগ করে নিচ্ছেন।

নতুন সদস্য আর অভিজ্ঞদের নিয়ে ব্রাজিল দল গড়া হয়েছে জানিয়ে সিলভা বলেন, আমরা খুব বেশি সময় পাইনি একসঙ্গে কাজ করার। তবে, সুযোগ রয়েছে দুঙ্গার অধীনে সেলেকাওদের আবারো বিশ্বসেরা দলে পরিণত করার।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।