ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

সাভারে দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
সাভারে দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

সাভার (ঢাকা): সাভারে দুই দিনব্যাপী দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে দেশ-বিদেশের শতাধিক গলফার অংশ নিয়েছেন।



শনিবার (০৬ জুন) সকালে সাভার গলফ ক্লাবে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় ওয়ালটনের পক্ষ থেকে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল কাদির। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব, নির্বাহী কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।