ঢাকা: আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া কোথায় খেলবেন আর কোথায় খেলবেন না সেটি তার উপরই নির্ভর করছে বলে জানালেন ডি মারিয়ার গুরু জেরার্ডো টাটা মার্টিনো। যদিও ডি মারিয়া একদিন আগেই জানিয়েছেন, দেশের দায়িত্ব পালন করে আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফিরতে চান তিনি।
গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানইউতে যোগ দেন ডি মারিয়া। তবে, নিজের প্রথম মৌসুমে আর্জেন্টাইন এ তারকা নিজেকে মেলে ধরতে পারেন নি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, নিজের প্রথম মৌসুম বাজে কাটলেও পরের মৌসুমে ম্যানইউতেই থাকবেন তিনি।
নতুন দেশ, নতুন লিগে মানিয়ে নিতে না পারার দায় স্বীকার করে ডি মারিয়া বলেছিলেন, আমি কোপা আমেরিকার আসরে দেশের জার্সি গায়ে খেলতে নামছি। ৪৪তম এ আসর শেষেই আবার ওল্ড ট্রাফোডে ফিরে আসব। অন্য কোনো ক্লাবের সঙ্গে নতুন করে আপাতত কোনো চুক্তিতে যাচ্ছি না।
ডি মারিয়ার এমন মন্তব্যের পর আর্জেন্টিনার কোচ মার্টিনো তার শিষ্য প্রসঙ্গে বলেন, সে কোন ক্লাবে খেলবে সেটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। ক্লাব বেছে নেওয়ার সিদ্ধান্ত ডি মারিয়াকেই নিতে হবে।
মার্টিনো আরও যোগ করেন, ডি মারিয়াকে যে মূল্যে ম্যানইউ কিনে নিয়েছে তার প্রতিদান দিতে সে ব্যর্থ হয়েছে। দারুণ ফর্মে থাকলেও মারিয়া ম্যানইউতে গিয়ে একেবারেই তলানীতে গিয়ে ঠেকেছে। এটা সত্য যে ইংলিশ ক্লাবটির হয়ে সে ভালো করার চেষ্টা করেও ব্যর্থ। আমি আশা করব আর্জেন্টিনার দায়িত্ব পালন করে সে যে ক্লাবেই খেলুক না কেন, নিজের সেরাটা দিতে আর সময় নষ্ট করবে না।
গত মৌসুমে রিয়াল ছেড়ে ব্রিটিশ রেকর্ড ৮২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউতে নাম লেখান ডি মারিয়া। ম্যানইউতে মারিয়ার বাজে ফর্ম আর এর বিপরীতে ক্লাবের দুই তারকা হুয়ান মাতা এবং অ্যাসলে ইয়ংয়ের দারুণ ফর্ম আর্জেন্টিনার তারকাকে বেশির ভাগ ম্যাচে শুরুর একাদশে বাইরে রাখে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৬ জুন ২০১৫
এমআর