ঢাকা: ২০১৫ সালের জার্মান ফুটবল অ্যাম্বাসেডর পাবলিক অ্যাওয়ার্ড জিতলেন আর্সেনাল তারকা মেসুত ওজিল। আর এ সম্মাননা পেয়ে নিজেকে গর্বিত ভাবছেন এ গানার মিডফিল্ডার।
জার্মান জাতীয় দলের হয়ে খেলা ওজিল সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার রাতে লন্ডনের গংয়ে উপস্থিত হয়েছিলন। পরে তাকে এ পুরস্কার দেওয়া হয়। আর তার পুরস্কারের অর্থ আফ্রিকান দুস্থদের সাহায্যে দান করার ঘোষণা দেন ওজিল।
প্লেমেকার হিসেবে খেলা ওজিল তার দল আর্সেনালকে টানা দ্বিতীয়বারের মত এফএ কাপের শিরোপা পাইয়ে দিতে দারুণ ভূমিকা রাখেন। গত সপ্তাহে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা অ্যাস্টন ভিলার বিপক্ষে এফএ কাপের ফাইনালে ৪-০ গোলে জিতেছিল।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএমএস