ঢাকা: আগামী সপ্তাহে কোপা আমেরিকার খেলতে যাওয়ার আগে ভালই প্রস্তুতি সারলো আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরোর দেশের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো অলবেসেলিস্তারা।
এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। বল নিজেদের দখলে রেখে খেলার ২৫ মিনিটেই লিড নেয় দলটি। জাভিয়ার পাস্তেরোর অ্যাসিস্টে গোল করেন লিওনেল মেসির অনুপুস্তিতে অধিনায়কের দায়িত্ব পালন করা ডি মারিয়া।
ম্যাচের ২৯ মিনিটেই লিড দ্বিগুন করে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টরা। পেনাল্টি থেকে নিজের প্রথম গোল আদায় করে নেন আগুয়েরো। তবে দু’মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো। ডি মারিয়ার কর্ণার শট থেকে আলতো পাঁ লাগিয়ে গোল করেন তিনি। পরে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
বিরতির পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। এরই সুবাদে খেলার ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। এই হ্যাটট্রিকের ফলে জাতীয় দলে হয়ে ২৬ গোল করে সেরা পাঁচ গোলদাতা হলেন তিনি।
ম্যাচের ৫৪ মিনিটে দিশেহারা বলিভিয়া নিজেরে বক্সে ফাউল করলে আবারো পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। আর এবার শট নিতে আসেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডি মারিয়া। তবে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার শটটি যথেষ্ট ছিল (৫-০)।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর শিষ্যরা।
চিলিতে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা গ্রুপ ‘বি’তে রয়েছে। আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে মেসিরা।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস