ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা দাবা বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মো: মুর্শিদ আলম। ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা এ দাবা বাছাই টুর্নামেন্টে’র আয়োজন করে।
ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, দাবা প্রতিযোগিতায় মোট ২২ জন দাবাড়ু– অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সাবেক দুই চ্যাম্পিয়ন মো: নজরুল ইসলাম ও চান্নু মিয়াকে পরাজিত করে মো: মুর্শিদ আলম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
দাবা খেলাটি পরিচালানা করেন সাবেক জাতীয় দাবাড়ু আমিনুল ইসলাম পলাশ। চ্যাম্পিয়ন দাবাড়ু মুর্শিদ আলম ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খামারাইল গ্রামের মো: শামছুর রহমানের ছেলে।
চ্যাম্পিয়ন দাবাড়ু মুর্শিদ আলম বাংলানিউজকে জানান, তিনি আগামী জুলাই মাসে ঢাকায় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবা (বি) খেলায় অংশ গ্রহণ করবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএমএম