ঢাকা: ২০ দেশের অংশ গ্রহণে আগামী ৭ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে এশিয়ান ইউথ ফুটবল ফেস্ট-২০১৫। এ আসরে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল।
২০ দেশের অংশ গ্রহণে ৮০টি দলের প্রায় ১০০০ ক্ষুদে ফুটবলার লড়বে এ আসরে।
এ উপলক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, ফেডারেশনের সদস্য ফজলুর রহমান বাবুল ও সত্যজিৎ দাস রুপু এবং বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম জুবায়ের নিপু। এছাড়া দলটির কোচ মোস্তফা আনোয়ার পারভেজসহ দলটির ১২ খেলোয়াড় উপস্থিত ছিলেন।
বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানালেন, ‘ফুটবলকে এগিয়ে নিতে হলে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে তার মান উন্নয়ন করা। যে কারণে আমরা বয়স ভিত্তিক দল গঠনে মনযোগ দিয়েছি। সুপার মক কাপে অনূর্ধ্ব-১২ দল অংশ নেবার পর থেকেই আমরা ঠিক করেছি পর্যায়ক্রমে বয়স ভিত্তিক খেলা চালিয়ে যাবো। ’
তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে কোরিয়া থেকে প্রস্তাব আসে তাদের একটি ফুটবল ফেস্টিভালে অংশ নেবার। তাই সারা দেশ থেকে টেলেন্ট হান্ট করে ১৬ জন সেরা ফুটবলারকে নিয়ে গড়া হয়েছে অনুর্ধ্ব ১২ দলটি। দলটি নিয়ে দীর্ঘ মেয়াদী কাজ করছে বাফুফে কর্তৃপক্ষ। ঠিক ভাবে পরিচর্যা পেলে এরাই জাতীয় দলের হয়ে মাঠ মাতাবে এক সময়। এ দলটির সাত সদস্য গত বছরের ৭ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সুপার মক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ’
এ দলটি কোরিয়া যাওয়ার আগে সিলেটে অবস্থিত বাফুফে একাডেমিতে অবস্থান করবে। সেখানেই তাদের অনুশীলন চলবে। তবে একজন বিদেশী কোচের অধীনে তারা অনুশীলন করতে পারলে পূর্ণরূপে বিকশিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু এখনও কোন বিদেশী কোচে একাডেমির জন্য চুক্তিবন্ধ হয়নি বাফুফে সাথে।
বাংলাদেশ থেকে মোট ১৬ জনের একটি দল যাচ্ছে কোরিয়া। যার মধ্যে ১২ জন খেলোয়াড় ও ৪ জন অফিসিয়াল থাকবে।
এশিয়ান ইউথ ফুটবল ফেস্টে প্রতি গ্রুপে ৫টি করে দল থাকবে। প্রতি দিন একটি দল দুটি করে ম্যাচে অংশ গ্রহণ করবে। ১৫+১৫=৩০ মিনিট খেলা হবে। মাঠ হবে একটি পূর্ণরুপ ফুটবল মাঠের অর্ধেক।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইয়া/এমএমএস