ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মারেকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
মারেকে হারিয়ে ফাইনালে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত পারলেন না অ্যান্ডি মারে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে পুরুষ এককের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের কাছে ৬-৩, ৬-৩, ৫-৭, ৫-৭ ও ৬-১ সেটে হারেন মারে।



এ ম্যাচটি গতকাল শেষ হবার কথা থাকলেও শক্তিশালী এক ঝড়ের কারণে চুতুর্থ সেটটি অসমাপ্ত অবস্থায় আজ আবারো খেলা শুরু হয়। তবে গতকাল পিছিয়ে থাকলেও এদিন দারুণ ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেন নি ব্রিটিশ তারকা মারে।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচকে লড়তে হবে সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।