ঢাকা: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও মরিয়ম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ‘৪র্থ বেগম ফজিলাতুন নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৫’।
রোববার ৭ জুন সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,এমপি।
এরই মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে ১৬টি দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ২০টি দেশ হতে ছেলে ও মেয়ে সবমিলে ৫০০জন খেলোয়াড় অংশ গ্রহন করছে।
কারাতে, মুইথাই, জুডো, আত্বরক্ষা, জুজিৎসু, তাইকোন্দো, কুংফু, উশু, কিক বক্সিং, হাত ও মাথা দিয়ে নারকেল, কাঠ, ইট, বরফ ভাঙ্গা, লোহা বাঁকা করা মোট ১৬টি ইভেন্টে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইয়া/এমএমএস