ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামলো ওয়ালটন গলফ টুর্নামেন্টের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ৬, ২০১৫
পর্দা নামলো ওয়ালটন গলফ টুর্নামেন্টের ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্রান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫’। সাভার গলফ ক্লাবে দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের অংশ নেন দেশ-বিদেশের খ্যাতনামা শতাধিক গলফার।

শনিবার বিকেল ৪টায় সাভার গলফ ক্লাবের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী হাতে পুরষ্কার তুলে দেন সাভার সেনানিবাসের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপিত মেজর জেনারেল ওয়াকার-উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান আলহাজ এস.এম. নুরুল আলম রেজভী, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টও কর্নেল কাদিও (অব.) ও সেনাবাহিনীর ঊধর্বতন কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে সিনিয়র গলফার গ্রুপে বিজয়ী হয়ে ওয়ালটনের সৌজন্যে পুরস্কার জিতে নেন ব্রিগেডিয়ার জেনারেল রব্বানী (অব.), সুপার সিনিয়র গ্রুপে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অব.), ভেটারান গ্রুপে ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিক (অব.), জুনিয়র গ্রুপে মাস্টার হাসিবুল হাসান, লেডিস গ্রুপে মিসেস ওয়াহিদা জেসমিন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।