ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

লক্ষ্মীপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
লক্ষ্মীপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খাঁন জয়।

শনিবার (০৬ জুন) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে তিনি এ ফুটবল লীগের উদ্বোধন করেন।



উদ্বোধনী খেলায় উইনার্স ক্লাব ও ভবানীগঞ্জ চৌরাস্তা ক্লাব অংশ নেয়। খেলায় দুই গোলে উইনাস ক্লাব জয়ী হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত খেলাটি চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ৮টি দল এতে অংশ নেয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক একেএম টিপু সুলতান সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খাঁন জয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।