ঢাকা: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত ‘মুম্বাই মেয়র্স কাপ আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতা’র সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ৭ খেলায় ১০ জনের সঙ্গে ৫ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি।
ওদিকে অপর দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব ৭ খেলায় সাড়ে ৪ পয়েন্ট পেয়েছেন।
শনিবার অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় রাকিব ভারতের ইনিয়ান পি-কে হারান। রাজীব ভারতের হেমন্ত শর্মার সঙ্গে ড্র করেন। জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার আরআর লক্ষণের কাছে, কাশেম ভারতের কুলকার্নি বিনায়েকের কাছে এবং আফজাল ভারতের আদি আমিয়ার কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইয়া/এমএমএস