ঢাকা: বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ‘বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতা’ শনিবার (০৬ জুন) শেষ হয়েছে। এতে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ও ঢাকা রাইফেল ক্লাব রানার্সআপ হয়।
প্রতিযোগিতার সমাপনী দিনে পাঁচটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়। রাজধানীর গুলশানে জাতীয় শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তলে (পুরুষ) আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিংহ ১৮৮.৭ পয়েন্ট পেয়ে স্বর্ণ, একই ক্লাবের রায়হানুল ইসলাম ১৮৮.৬ পয়েন্ট পেয়ে রৌপ্য ও রাজশাহী রাইফেল ক্লাবের মোস্তাহিদ-উল-ইসলাম ১৬৯.১ পয়েন্ট পেয়ে তাম্র জেতেন।
১০ মিটার এয়ার পিস্তলে (জুনিয়র, পুরুষ) আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন ৫৬৪ পয়েন্ট পেয়ে স্বর্ণ, একই ক্লাবের শাকিল আহম্মেদ ৫৫১ পয়েন্ট পেয়ে রৌপ্য ও বিকেএসপি শুটিং ক্লাবের শেখ শাহজালাল সাদমান ৫৪৩ পয়েন্ট পেয়ে তাম্র পদক জেতেন।
৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (পুরুষ) ঢাকা রাইফেল ক্লাবের আবদুল্লাহ হেল বাকী ১১৪১ পয়েন্ট পেয়ে স্বর্ণ, কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন ১১৩৬ পয়েন্ট পেয়ে রৌপ্য ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী ১১১২ পয়েন্ট পেয়ে তাম্র পদক জেতেন।
৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (জুনিয়র, পুরুষ) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জেসিমুজ্জামান ১০৮৯ পয়েন্ট পেয়ে স্বর্ণ, আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ছগির আহম্মেদ ১০৮৬ পয়েন্ট পেয়ে রৌপ্য ও বিকেএসপি শুটিং ক্লাবের আবু সুফিয়ান ১০৭৮ পয়েন্ট পেয়ে তাম্র এবং স্কিট ইভেন্টে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের এসএম সাব্বির হাসান স্বর্ণ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম রৌপ্য ও ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবির তাম্র পদক লাভ করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শুটারদের পুরস্কৃত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইয়া/এসএস