ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হচ্ছে আগামী ২০ জুন। লিগের প্রথম পর্ব ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।
এরমধ্যেই শেখ রাসেলের কোচ হিসেবে যোগ দিয়েছেন মারুফল হক। এবার শেখ রাসেলের জার্সি গায়ে মাঠ মাতাতে প্রস্তুত দুই বিদেশি ফুটবলারও।
ইতোমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন ক্যামেরুনের মিডফিল্ডার এঙেঙ্গা। শনিবার শেখ রাসেলের কর্মকর্তা শাহবুদ্দিন টিপু জানিয়েছেন, এঙেঙ্গা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আর কয়েকদিন দেখে তার নাম রেজিস্ট্রেশন করা হবে। আর রাসেলে খেলতে এসেছেন বসনিয়ার ফুটবলার ডাসির ইদরিগও। তিনি মালয়েশিয়া লিগে স্ট্রাইকার পজিশনে খেলেছেন।
ইয়েঙ্গা নামে আরেক ক্যামেরুন ফুটবলার শেখ রাসেলে যোগ দিতে ঢাকা আসছেন বলেও জানান তিনি।
এটা এখন স্পষ্ট, লিগের প্রথম পর্ব থেকে আরও জমজমাট লড়াই হবে দ্বিতীয় পর্বে।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুন ০৬ ২০১৫
ইয়া/এএ