ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

উরুগুয়ের গোল উৎসবে বিধ্বস্ত গুয়েতমালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ৭, ২০১৫
উরুগুয়ের গোল উৎসবে বিধ্বস্ত গুয়েতমালা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রীতি ম্যাচে গুতেমালাকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে গোল উৎসব করলো উরুগুয়ে। আর কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয়ে বেশ অত্মবিশ্বাসী অস্কার তাবারেজের শিষ্যরা।



উরুগুয়ের হয়ে হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। আর একটি করে গোল করেন দিয়েগো রোলান, জিওর্জিয়ান ডি আরাসেইটা ও আবেল হার্নান্দেজ। আর গুয়েতমালার হয়ে একমাত্র গোলটি করেন ডব্লিউ লেলিন।

ঘরের মাঠ স্তেদিও সেন্টেনারিওতে এদিন শুরু থেকে আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের তৃতীয় মিনিটেই আন্দ্রে পিরেইরার অ্যাসিস্টে দলের হয়ে লিড নেন রোলান।

ম্যাচের ১৮ মিনিটে দলের লিড দ্বিগুন করেন কাভানি। আর খেলার ৩১ মিনিটে উরুগুয়ে পেনাল্টি পেলে তা থেকে দলের হয়ে তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার কাভানি। পরে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরেও নিজেদের আক্রমণ থেকে পিছু হটেনি উরুগুয়ে। ম্যাচের ৫৫ মিনিটে আবারো পিরেইরার অ্যাসিস্টে দলের লিড চারে নিয়ে যান  আরাসেইটা। আর দুই মিনিট পরেই সানচেজের সহায়তায় হার্নান্দেজ দলের হয়ে পঞ্চম গোলটি করলে বড় জয় নিশ্চিত করে কোপার বর্তমান চ্যাম্পিনরা।

তবে ম্যাচের ৭৯ মিনিটে মার্কুয়েজের সহায়তায় লেলিন একটি গোল করলে শুধুমাত্র ব্যবধান কমাতে পারে গুয়েতমালা। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তাবারেজের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।