ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ফ্যালকাওয়ের একমাত্র গোলে কলম্বিয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ফ্যালকাওয়ের একমাত্র গোলে কলম্বিয়ার জয়

ঢাকা: কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়া। বুয়েন্স অ্যারিয়াসের স্তেদিও পেদ্রো বিজেইনে কলম্বিয়ার হয়ে জয় সূচক গোলটি আসে দলের মূল স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের পাঁ থেকে।



গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ধারে খেলতে আসা ফ্যালকাও রেড ডেভিলসদের হয়ে বাজে মৌসুম কাঁটিয়েছে। ক্লাবের হয়ে তিনি ২৬ ম্যাচে মাত্র চারটি গোল করেছেন। তবে জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে সমান গোল করে কোপা আমেরিকায় বেশ আত্মবিশ্বাসী এ তারকা।

এদিন শুরু থেকেই বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে কলম্বিয়। তবে গোলের দেখা না পাওয়ায় হতাশা ঘিরে ধরে হোসে পেকারম্যানের শিষ্যদের। কিন্তু ম্যাচের ৪৭ মিনিটে দলীয় একটি আক্রমণে যা তারা। আর শেষ দিকে হুয়ান কুয়াদরাদোর নিচু ক্রসে দারুণ একটি শটে গোল করে দলের লিড নেন ফ্যালকাও।

এদিকে বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো কোস্টারিকা। তবে দলের ফুটবলার জোয়েল ক্যাম্পেবেল সহজ সুযোগটি নষ্ট করেন। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

আগামী ১১ জুন চিলিতে শুরু হওয়া কোপা আমেরিকায় কলম্বিয়া গ্রুপ ‘সি’তে খেলবে। নিজেদের প্রথম ম্যাচে দলটি ১৪ জুন ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে। এছাড়া পেরু ও শক্তিশালী ব্রাজিলের সঙ্গে খেলতে হবে পেকারম্যানের শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।