ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ইকুয়েডরের বড় জয়ের রাতে ড্র করেছে প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ইকুয়েডরের বড় জয়ের রাতে ড্র করেছে প্যারাগুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র তিন দিন বাকি‌। এরই মধ্যে অংশগ্রহকারী দলগুলো নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে।

গতরাতে ভিন্ন প্রীতি ম্যাচে খেলতে নামে ইকুয়েডর ও প্যারাগুয়ে। তবে পানামার বিপক্ষে ইকুয়েডর বড় জয় পেলেও হন্ডুরাসের বিপক্ষে শেষ পর্যন্ত ড্র করেছে প্যারাগুয়ে।

ঘরের ম‍াঠ স্তেদিও রিয়েলাস তামারিন্দোসে এদিন পানামাকে কোন সুযোগই দেয়নি ইকুয়েডর। এরই সুবাদে ম্যাচের ২৭ মিনিটে দলের হয়ে লিড নেন এম.বোলানোস। আর খেলার ৩১ ও ৪০ মিনিটে জোড়া গোল করে দলের লিড তিনে নিয়ে যান এফ.মার্টিনেজ। সেই সঙ্গে বিরতির পর জেফারসন মোন্টেরো দলের হয়ে চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় ইকুয়েডরের।

অন্যদিকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে প্যারাগুয়েকে। এদিন স্বাগতিক প্যারাগুয়ের হয়ে একাই তিন গোল করেন অধিনায়ক সান্তা ক্রজ। তবে দুটি গোল দলের জন্য করলেও একটি করেন আত্মঘাতি। কিন্তু তার শেষ গোলটি হারের লজ্জা থেকে বাঁচায় তাদের।

প্যারাগুয়ে সর্বশেষ নয় ম্যাচে মাত্র একটি জয় নিয়ে কোপা আমেরিকা খেলতে যাচ্ছে। আর গ্রুপ পর্বে তাদের জ্যামাইকার পর খেলতে হবে আর্জেন্টিনার ও উরুগুয়ের মত শক্তিশালী দলের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।