ঢাকা: ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে লুসি সাফারোভাকে হারিয়ে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সেরেনা উইলিয়ামস। রোঁলা গ্যারোর এ ম্যাচ জিততে টেনিস নাম্বার ওয়ান এ তারকাকে তিনটি সেটই খেলতে হয়।
গতরাতে চেক প্রজাতন্ত্রের সাফরোভার বিপক্ষে প্রথম সেটটি ৬-৩ গেমে সহজেই জিতে নেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা। তবে দ্বিতীয় সেটটি কঠিন লড়াই করে জিতে নেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা সাফারোভা। ৬-৭ গেমে সেটটি ট্রাইবেকারে গেলে শেষে ২/৭ পয়েন্টে জিতে নেন তিনি।
তবে তৃতীয় ও শেষ সেটে সাফারোভাকে তেমন সুযোগই দেননি সেরেনা। ফাইনাল সেটটি তিনি ৬-২ গেমে জিতে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা ঘরে তোলেন।
নারী এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে সেরেনাকে আরো দুটি ট্রফি পেতে হবে। এখন পর্যন্ত ২২টি শিরোপা জিতে সবার ওপরে আছেন জার্মান সাবেক নাম্বার ওয়ান স্টেফি গ্রাফ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জনু ০৭, ২০১৫
এমএমএস