ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

আবারো জয় পেয়েছে ব্রাজিল, জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
আবারো জয় পেয়েছে ব্রাজিল, জার্মানি ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডে আয়োজিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসরে নিজ নিজ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল এবং জার্মানি। নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে দুই দলই জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে।



ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে আর জার্মানি ৫-১ গোলের ব্যবধানে হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে।

উ. কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের প্রথমার্ধে কোনো সুযোগ আদায় করে নিতে পারেনি নেইমার-কাকা-অস্কারদের জুনিয়ররা। গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় ব্রাজিলিয়ান যুবাদের।

বিরতি থেকে ফিরে উ. কোরিয়ার জালে তিনবার বল জড়ায় সেলেকাওরা। ম্যাচের ৬১ মিনিটের মাথায় প্রথম লিড নেয় ব্রাজিল। কোরিয়ানদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল যুবারা। আত্মঘাতী গোলটি করেন উ. কোরিয়ার হুয়ো-সং-মিন। এর ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন হয় ব্রাজিলের। ৬৬ মিনিটের মাথায় জিয়ান কার্লোসের গোলে ২-০ তে লিড ধরে রাখে তারা।

ম্যাচের ৮৬ মিনিটে উ. কোরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রাজিলের উঠতি তারকা লিও পেরেইরা। ফলে, ৩-০ তে এগিয়ে ম্যাচ শেষ করে ব্রাজিল।

এর আগে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় তারা।

দিনের অপর ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানির যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় জার্মানরা। পেনাল্টির সুযোগ থেকে দলের প্রথম গোলটি করেন মার্ক স্টেন্দ্রেয়া। তবে, ১৯ মিনিটের সময় সমতায় ফেরে হন্ডুরাস। ব্রায়ান রোচেজের গোলে সমতায় আসে দল দুটি। প্রথমার্ধের ৩০ মিনিটে আবারো লিড নেয় জার্মানরা।

দ্বিতীয়ার্ধের ৫০, ৬২ ও ৮১ মিনিটে হন্ডুরাসের জালে আরও তিনবার বল পাঠায় জার্মানি। ম্যাচের ৭৯ মিনিটে হন্ডুরাসের জোনাথন প্যাজ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে দশ জনের দলে পরিণত হয় দলটি।

নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৮-১ গোলের বড় ব্যবধানে জয় পায় ফিজির বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান যুবাদের ৩-০ গোলে হারায় জার্মান যুবারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।