ঢাকা: বার্সেলোনার কোচ হিসেবে পেপ গার্দিওলার পর অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন লুইস এনরিক। কাতালানদের জেতালেন ট্রেবল শিরোপা।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইউরোপের প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের রেকর্ড গড়ে বার্সা। মাঠে মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা বড় ভূমিকা রাখলেও নেপথ্য কারিগর কিন্তু কোচ এনরিকই। কোচের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে সমালোচনা হলেও তিনিই এখন হিরো। অথচ এই স্প্যানিশ কোচ ন্যু ক্যাম্পে তার ভবিষ্যৎ নিয়ে রীতিমত উদ্বিগ্ন।
এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘সত্য কথা বলতে আমার ভবিষ্যৎ অনিশ্চিত। বার্সার কোচের দায়িত্বে থাকতে পারব কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। অনন্য কিছু খেলোয়াড় পেয়ে আমি খুবই খুশি। তারা সবাই বিজয়ী। দলের সাফল্য সবাই মিলেই উপভোগ করছি। ’
স্প্যানিশ কোচ আরও বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এই মৌসুমের ৬০তম ম্যাচ ছিল। যার মধ্যে পঞ্চাশটিতেই জয় পেয়েছি। বছরটি আমাদের জন্য মোটেই সহজ ছিল না। আমার ওপর বিশ্বাস রাখায় সবার প্রতি কৃতজ্ঞ। ট্রেবল জিতব এটা কখনো ভাবিনি। দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে এই কীর্তি অর্জন করেছে। তারা দেখিয়ে দিয়েছে, জয়ের ধারায় থেকে কেউই ক্লান্ত নয়। ’
উল্লেখ্য, ২০১৪-১৫ মৌসুমে দুই বছরের চুক্তিতে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হন এনরিক। এর আগে তিনি ২০০৮-২০১১ পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচের দায়িত্বে ছিলেন। এছাড়াও ২০১১-১২ মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমা ও ২০১৩-১৪ মৌসুমে স্প্যানিশ ক্লাব সেল্টাভিগোর কোচ ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএম