ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মেসিদের নিয়ে সুয়ারেজ যা বললেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
মেসিদের নিয়ে সুয়ারেজ যা বললেন ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে, স্প্যানিশ লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর প্রথম মৌসুমেই বার্সার হয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।



দলের দারুণ সাফল্যে ভূমিকা রাখেন ব্রাজিল অধিনায়ক নেইমার, স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তারা।

লিভারপুল থেকে এ মৌসুমে বার্সায় নাম লেখানো সুয়ারেজ ট্রেবল জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানাতে গিয়ে বলেন, কঠিন সময়ে আমি ক্যাম্প ন্যু’তে এসেছিলাম। তবে, সময়টা যত কঠিন ছিল আমার কাছে সহজ করে দেয় মেসি, ইনিয়েস্তারা। তাদের মতো সতীর্থের পাশে খেললে মাঠের কাজও বেশ সহজ হয়ে যায়।

লিভারপুলের সাবেক তারকা আরও বলেন, আমি বার্সার সতীর্থদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের কঠোর পরিশ্রমেই আজ আমরা ট্রেবল জিততে পেরেছি। তাদের কারণেই আমার স্বপ্ন পূরণ হয়েছে। এ ক্লাবটির হয়ে আমি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেতে চেয়েছিলাম। প্রথম মৌসুমেই সেটির দেখা পেয়ে আনন্দিত আমি।

মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচে নিষেধাজ্ঞা থাকার কারণে সুয়ারেজ বার্সার জার্সি গায়ে নামতে পারেন নি। সুয়ারেজ নিজের প্রসঙ্গে যোগ করে বলেন, আমি এ মৌসুমে ২০টি গোল করতে পারলেই খুশি থাকব বলে জানিয়েছিলাম। কিন্তু দেখুন ৪৩ ম্যাচ খেলে ২৫টি গোল করে ফেলেছি।

মেসি-নেইমারের সঙ্গে জুটি বেধে সুয়ারেজ হারিয়েছেন ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইন, রিয়াল মাদ্রিদ, বায়ার্নের মতো বড় বড় দলগুলোকে। এত সাফল্যের পর তিনি পরের মৌসুমেও নিজের সেরাটা বিলিয়ে দিতে চান বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।