ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

যুব ফুটবলের উন্নয়নে ইপিলিয়ন গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
যুব ফুটবলের উন্নয়নে ইপিলিয়ন গ্রুপ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক পর্যায় থেকে ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ।



প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনে পৃষ্ঠপোষকতা করবে। চলতি মাসের সম্ভাব্য ২৫ জুন শুরু হবে 'সেইলর বিএফএফ জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ’। দীর্ঘ চার বছর পরে আবারো উপজেলা পর্যায় থেকে বাছাইয়ের মাধ্যমে জেলা দল গঠনের কার্যক্রম শুরু হবে। ৬৪টি জেলার এ দলগুলোই পরে জেলা পর্যায় খেলে পরবর্তীতে ৮টি জোনে বিভক্ত হবে। আর আটটি জোন থেকে একটি করে দল জাতীয় পর্যায়ে খেলবে।

এ আসরের চূড়ান্ত পর্বের খেলা হবে ঢাকায়। টুর্নামেন্ট থেকে বাছাইয়ের মাধ্যমেই আগস্টে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দল বাছাই করা হবে।

টুর্নামেন্টের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা। যার পুরোটাই দিচ্ছে ইপিলিয়ন গ্রুপ। ২০১১ সালের পর এবারই প্রথম এ প্রতিযোগিতা হতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী ৩ বছর এই প্রতিযোগিতাটি চলবে বলে আশা করছে আয়োজক ও পৃষ্ঠপোষকরা।

ইপিলিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার (০৭ জুন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায় এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইপিলিয়নের ব্যবস্থাপনা সম্পাদক রিয়াজ উদ্দিন আল মামুন।

সভায় কাজী মোঃ সালাহউদ্দিন ফুটবলের উন্নয়নে সম্পৃক্ত হওয়ায় ইপিলিয়ন গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গত কয়েক বছরে ফুটবলের অনেক উন্নয়ন হয়েছে। ’

তিনি আশা প্রকাশ করেন সিলেট ফুটবল একাডেমির মাধ্যমে দ্রুতই ফুটবলের উন্নয়নে বড় প্রভাব পড়বে। তিনি আরও বলেন, ‘আমাদের তিন-চার দশকের স্বপ্ন ছিল একাডেমি করার। সেটি হয়েছে। আশা করছি আগামী কয়েক বছরেই এর একটা ফল পাওয়া যাবে। আমার স্বপ্ন আগামী ৫ বছরের মধ্যে ১০০ জন বাংলাদেশি ফুটবলার ইউরোপে খেলবে। ’

সিলেটে অবস্থিত ফুটবল একাডেমির জন্য খুব দ্রুতই দু’জন বিদেশি কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।