ঢাকা: বার্লিনে জুভেন্টাসকে হারিয়ে গোটা বার্সেলোনা দল যখন চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে মাতে তখন আবেগআপ্লুত নেইমার সবার নজর কাড়েন। খানিকটা সময় ধরে দু’হাত দিয়ে কান্না ভেঁজা চোখ ঢেকে রাখেন।
হ্যান্ডবলের কারণে শেষদিকে গোলবঞ্চিত হলেও ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ঠিকই গোল আদায় করে নেন নেইমার। সঙ্গে সঙ্গেই ট্রেবল জয়ের উচ্ছ্বাসে মেতে উঠে কাতালানরা। পুরো গ্যালারি যেন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিন্তু, উল্লাসে মত্ত নেইমার খানিকটা সময়ের জন্য আবেগে হারিয়ে যান। হাঁটু গেড়ে মাঠে বসেই চোখে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন।
ইএসপিএসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার তার অনুভূতি ব্যক্ত করেন। ‘চ্যাম্পিয়নস লিগ জয় আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। আমি নিজেকে প্রমাণ করেছি। সমালোচকদের সমালোচনাকে পেছনে ফেলেছি। বার্সেলোনার বিজয় গাঁথায় অংশ হতে পেরে আমি খুবই খুশি। ’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আর কিছুই অবশিষ্ট নেই। কেউ আমার বিরুদ্ধে এখন আর অভিযোগ করতে পারবে না। এটা অনন্য এক আবেগ। সেরা দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা অন্য রকম একটা অভিজ্ঞতা। কিন্তু, আমি এখানেই থামতে চাই না। ’
ব্রাজিলিয়ান তারকা উল্লেখ করেন, ‘আমি কান্না শুরু করি কারণ, অনেক কিছুই ওই সময়ে আমার মাথায় কাজ করছিল। আমার স্বপ্ন, আমার ছেলে, নিজের ও পরিবারের প্রচেষ্টা সব মিলিয়ে আবেগের তাঁড়নাতেই চোখ ভিজে যায়। জীবনে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। নিশ্চিতভাবেই এটি ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এটা আমার ‘বিগেস্ট’ পার্টির অংশ। ’
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএম