ঢাকা: ব্রাজিলিয়ান উঠতি তারকা মিডফিল্ডার কার্লোস ফ্রান্সিসকো ক্যাসিমিরো ফের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। ২০১৩ সালে রিয়ালের হয়ে নাম লেখালেও পরের বছর পোর্তোতে ধারে খেলতে যান ক্যাসিমিরো।
পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন ক্যাসিমিরো। এ ব্রাজিলিয়ান দলটির হয়ে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেন। তবে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৭-৪ অ্যাগ্রিগেটে হারে পোর্তো। দুইবারের চ্যাম্পিয়নরা প্রথম লেগে ৩-১ গোলে জয় পায় আর ফিরতি লেগে ৬-১ গোলে হেরে আসর থেকে বিদায় নেয়।
পর্তুগালের দলটি থেকে আবারো রিয়ালে ফিরছেন ক্যাসিমিরো। মাঝমাঠের শক্তি বাড়াতে রাফায়েল বেনিতেজের রিয়াল পরের মৌসুমে ক্যাসিমিরোকে খেলাতে চেয়ে পোর্তোর কাছে প্রস্তাব করে। সে অনুযায়ী সাড়ে সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে পোর্তো থেকে স্প্যানিশ জায়ান্টদের দলে আসছেন ক্যাসিমিরো।
পোর্তোর হয়ে এ মৌসুমে ২৩ বছর বয়সী ব্রাজিল তারকা খেলেছেন ২৮টি লিগ ম্যাচ। যেখানে গোল করেছেন তিনটি। তবে, লিগ ম্যাচে পর্তুগালের হয়ে এগারোবার হলুদ কার্ড দেখেন তিনি।
রিয়াল থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, জার্মান তারকা সামি খেদিরার সঙ্গে ক্লাব চুক্তি নবায়নে আগ্রহী নন। এছাড়া ইলারামেন্ডি রিয়ালে আর থাকছেন না। ফলে, মাঝমাঠের দায়িত্ব দেওয়া হচ্ছে ব্রাজিলের হয়ে সাত ম্যাচ খেলা ক্যাসিমিরোকে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এমআর