সিলেট: টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট স্টেডিয়াম। ২০১৬ সালের প্রথম দিকেই সিলেট ক্রিকেট স্টেডিয়াম এই মর্যাদা পাবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
রোববার (০৭ জুন) দুপুরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু হিসেবে সিলেট স্টেডিয়ামে সংস্কার কাজ পরিদর্শন করে আইসিসির প্রতিনিধি দল। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেললির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সংস্কার কাজের পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এমনটি জানিয়ে মাহবুব আনাম বলেন, আইসিসির প্রতনিধি দল স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ, ড্রেনেজ ব্যবস্থা, আউটফিল্ড, বিশ্বমানের স্পোটিং উইকেট তৈরির প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
২০১৬ সালের জানুয়ারিতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বসবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। যে কারণে এখন থেকেই চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ।
বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, মাহবুব আনাম আরো বলেন, এই স্টেডিয়ামের পাশেই আমরা একটি আউটার স্টেডিয়াম নির্মানের কথাবার্তা চলছে। এটি নির্মিত হলে ছেলেমেয়েরা খেলাধুলার আরও বেশি সুযোগ পাবে। এতে নতুন খেলোয়াড়ও তৈরি হবে।
এছাড়া বিপিএলের কয়েকটি ম্যাচ এ স্টেডিয়ামের আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
বাংলাদেশে ক্রিকেটে বিনিয়োগের প্রশংসা করে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি বলেন, স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত চলছে। সঠিক সময়েই শেষ হবে বলে আমরা আশাবাদী।
তাছাড়া স্টেডিয়ামটির প্রাকৃতিক সৌন্দর্যেরও প্রসংশা করেন টেটলি।
বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৬ ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এনইউ/বিএস