ঢাকা: একদিন পরই শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপ আমেরিকা। এ আসরে অন্যতম ফেভারিট দল হিসেবে থাকছে আর্জেন্টিনার নাম।
আলবেসেলিস্তা অধিনায়ক বর্তমানে আয়োজক দেশ চিলিতে অবস্থান করছেন। আগামী ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। আর মেসি মনে করেন, শিরোপা জিততে এ আসরে তারাই অন্যতম সেরা দল।
এক সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘কোপা আমেরিকা জয় আমার কাছে বড় একটি ব্যাপার। বিশেষ করে গত বিশ্বকাপের ফাইনালে হারের দুঃখ ভুলতে পারবো আমরা। ’
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ট্রেবল জয় করা মেসি আরও বলেন, ‘আর্জেন্টিনার বর্তমান জেনারেশন সব সময় জয় পেতে ভালোবাসে। আর এ টুর্নামেন্টে আমরা অন্যতম ফেভারিট। আমাদের দলটিই শিরোপার যোগ্য। ’
গ্রুপ ‘বি’তে থাকা আর্জেন্টিনাকে প্যারাগুয়ের পর লড়তে হবে উরুগুয়ে ও জ্যামাইকার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস