ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মাঠে নামছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
মাঠে নামছেন নেইমার

ঢাকা: ল্যাটিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র একদিন বাকি। এরই মাঝে নিজেদের দলকে গুছিয়ে নিয়েছে আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।

তবে হন্ডুরাসের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নিয়মিত অধিনায়ক নেইমারকে নিয়ে শঙ্কা থাকলেও তার খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ কার্লোস দুঙ্গা।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার কারণে পোর্তো আলেগ্রিতে আসতে দেরি হয় নেইমারের। আর সেলেকাওদের হয়ে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল গ্লোবাল ট্যুরের ম্যাচেও ছিলেন না তিনি।

এক সাক্ষাতকারে দুঙ্গা বলেন, ‘হ্যাঁ, নেইমার এ ম্যাচে খেলবে। কোপা আমেরিকার আগে এটিই আমাদের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ। এ ম্যাচের মাধ্যমে আমরা যাচাই করবো কারা সেরা একাদশে খেলবে। ’

ব্রাজিলের হয়ে আরও মাঠে নামতে পারেন রবিনহো। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর ইনজুরি মাঠের বাইরে ছিটকে দিয়েছিল তাকে।

কোপা আমেরিকায় ব্রাজিল ১৪ জুন পেরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। সেলেকাওদের গ্রুপ পর্বে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষেও লড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।