ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ব্যর্থ রোনালদিনহোকে ক্লাব ছাড়তে হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ব্যর্থ রোনালদিনহোকে ক্লাব ছাড়তে হবে

ঢাকা: এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার রোনালদিনহো এখন আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। হারিয়ে গেছে তার সেই ফুটবল শৈলী।

সাবেক ব্রাজিলিয়ান তারকাকে এবার ছেড়ে দিতে চলেছে মেক্সিকান ক্লাব কুয়েরেতারো।

কুয়েরেতারো কোচ ভিক্টর ম্যানুয়েল ভুচেতিচ বার্সেলোনার সাবেক ফুটবলার প্রসঙ্গে বলেন, মেক্সিকান এই ক্লাবটি ব্রাজিলের আইকন ফুটবলার রোনালদিনহোকে বাদ দেয়ার পরিকল্পনা করছে।

গত সেপ্টেম্বরে সমর্থকদের চরম আশা নিয়ে এ ক্লাবে যোগ দেন রোনালদিনহো। তবে মাঠের খেলায় ৩৪ বছরের এ তারকা সফল ছিলেন না। ম্যাক্স লিগে তার দল সান্তোস ল্যাগুনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়।

কুয়েরেতারোর হয়ে এ মৌসুমে যোগ দেয়া রোনালদিনহো এখন পর্যন্ত দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এ তারকা গোল করেছেন মাত্র আটটি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।