ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

সুয়ারেজকে ছাড়া নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
সুয়ারেজকে ছাড়া নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে ছবি : সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপ ‘বি’তে অস্কার তারাবেজের শিষ্যদের প্রতিপক্ষ জ্যামাইকা।

এ ম্যাচে থাকছেন না উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

১৪ জুন (১৩ জুন দিবাগত রাত) বাংলাদেশ সময় রাত একটায় উরুগুয়ে-জ্যামাইকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমে ট্রেবল জেতা লিভারপুলের সাবেক এ তারকা সুয়ারেজের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামতে পারছেন না। বিশ্বকাপে ইতালির জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ার অপরাধে সুয়ারেজকে আট ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের হয়ে সুয়ারেজ না থাকলেও তারাবেজের বাজীর ঘোড়া এডিনসন কাভানি। আর উঠতি তারকা ২২ বছর বয়সী দিয়েগো রোলানের দিকেও নজর রেখেছেন আত্মবিশ্বাসী উরুগুয়ের কোচ তারাবেজ।

সংবাদ সম্মেলনে তারাবেজ বলেন, আমি কখনোই কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ের দেখা পাইনি। তবে, বিশ্বাস করছি এবারের আসরে প্রথম ম্যাচেই জয়ের দেখা মিলবে। প্রতিপক্ষ অন্য দলগুলোর মতোই জ্যামাইকার বিপক্ষে আমার শিষ্যরা আক্রমণ সাজাবে।

প্রতিপক্ষ দল নিয়ে তারাবেজ বলেন, আমরা জ্যামাইকার বেশ কিছু ম্যাচ দেখেছি। ভেনেজুয়েলার বিপক্ষে তাদের ম্যাচটিও দেখেছি। তারা খুব দ্রুত পাস দিয়ে খেলে আর প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যস্ত রাখে। তাদের অভিজ্ঞ ইউরোপিয়ান একজন কোচ রয়েছে। আমি বলতে পারি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে।

সুয়ারেজ বিহীন উরুগুয়ের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা কাভানি। তিনি দেশের জার্সি গায়ে খেলেছেন ৭২ ম্যাচ। কাভানির সঙ্গে জুটি বাধবেন উরুগুয়ের হয়ে ৮৪ ম্যাচ খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ। আর উঠতি তারকা দিয়েগো রোলান দুই অভিজ্ঞ স্ট্রাইকারের পাশে খেলতে প্রস্তুত রয়েছেন।

উরুগুয়ে একাদশ: মুসলেরা, পেরেইরা, জিমিনেজ, দিয়েগো গোডিন, রিকার্ডো পেরেইরা, সানচেজ, আলভারো রিওস, লোদেরিও, ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ, এডিনসন কাভানি আর দিয়েগো রোলান।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।