ঢাকা: রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন নতুন ক্লাব দিয়ে, এমনটি জানায় স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। তারা আরও প্রকাশ করেছিল স্প্যানিশ দল ছেড়ে ইংলিশ কোনো দলে যোগ দিতে চলেছেন ফরাসি তারকা বেনজেমা।
এ মৌসুমের শেষের দিকে ইনজুরি স্বস্তিতে থাকতে দেয়নি বেনজেমাকে। সদ্য সমাপ্ত মৌসুমে রিয়ালও পায়নি কোনো সাফল্য। আর এ কারণে দলের কোচ কার্লো আনচেলত্তিকেও বরখাস্ত করে রিয়াল। নতুন কোচ হিসেবে দলে চুক্তি করায় নাপোলির কোচ রাফায়েল বেনিতেজকে।
বেনিতেজের চুক্তির পর ফরাসি স্ট্রাইকার বেনজেমা পরের মৌসুমে রিয়ালের হয়ে থাকছেন না বলে জানা যায়। বাতাসে গুঞ্জন উঠে ইংলিশ ক্লাব আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পরের মৌসুমে চুক্তি করতে পারেন বেনজেমা। তবে, বেনজেমার এজেন্ট এমন উড়ো খবরকে উড়িয়ে দিলেন।
তিনি বলেন, আমার কিংবা বেনজেমার সঙ্গে ইংলিশ কোনো ক্লাবের যোগাযোগ হয়নি। লন্ডনের কোনো ক্লাব এবং ইউনাইটেডের কোনো ক্লাব আমাদের কোনো প্রস্তাব করেনি। বেনজেমা ম্যানচেস্টারে গিয়ে কি করবে? সে এখানেই (রিয়ালে) খুশি। সান্তিয়াগো বার্নাবু ছেড়ে বেনজেমা অন্য কোথায় যাবে না।
এজেন্ট আরও বলেন, যদি কখনো রিয়াল কর্তৃপক্ষ বেনজেমাকে ছেড়ে দিতে চায়, তখন আমরা নতুন কোনো ক্লাব খুঁজব। বেনজেমা রিয়ালের নতুন চুক্তির দিকে তাকিয়ে আছে। সে এখানে থেকেই অবসর নিতে চায়।
এ মৌসুমে রিয়ালের হয়ে বেনজেমা ৪৬ ম্যাচ খেলে ২২টি গোল করেছেন। ফ্রান্সের হয়ে ৭৬ ম্যাচ খেলা এ তারকা ২০০৯ সালের পর থেকে রিয়ালের জার্সি গায়ে নেমেছেন ২৮১ ম্যাচ, যেখানে গোল করেছেন ১৩৩টি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এমআর