ঢাকা: ফরাসি ওপেনের পুরুষ এককে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন স্তান ভাভরিঙ্কা। রোঁলা গারোর ফাইনালে জোকোভিচকে হতাশ করে শিরোপা নিজের করে নেন ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভাভরিঙ্কা।
ক্লে-কোর্টের ফাইনালে জোকোভিচকে ৪-৬, ৬-৪, ৬-৩ এবং ৬-৪ গেমে হারান ভাভরিঙ্কা।
জোকোভিচের বিপক্ষে শিরোপা জিততে পেরে আনন্দে মাতোয়ারা ভাভরিঙ্কা বলেন, এটা সত্যিই খুব কঠিন ম্যাচ ছিল। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল ম্যাচটি জিততে পারব। সবশেষে ম্যাচটি জিতেছি আর এটাই বাস্তব। এটি আমার জীবনের সেরা ম্যাচ। নোভাক সাহসী একজন খেলোয়াড়। তার বিপক্ষে খেলা সহজ কাজ নয়।
সুইস তারকা ভাভরিঙ্কা প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিতেছেন। তবে, হতাশ হতে হয়েছে জোকোভিচকে। কারণ টানা ২৮ ম্যাচ জেতা জোকোভিচ এ ম্যাচটি জিততে পারলে সার্বিয়ান তারকা অষ্টম গ্রান্ডস্লাম জিততে পারতেন।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর