ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মার্শাল আর্ট প্রতিযোগিতা

প্রথম দিনে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুন ৮, ২০১৫
প্রথম দিনে বাংলাদেশের স্বর্ণ জয় সংগৃহীত

ঢাকা: চলমান চতুর্থ বেগম ফজিলাতুননেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার প্রথম দিনে ভিয়েতনামের মার্শাল আর্ট ভবিনাম ইভেন্টে মেয়েদের গ্রুপে ৮টি ওজন শ্রেণীতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশের বিভিন্ন দলের মেয়েরা।

রোববার (০৭ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, ভারত ও স্বাগতিক বাংলাদেশ।



ভবিনামে ছেলেদের ইভেন্টে মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন ভারতের সনাস্যাম জিবেন মায়তায়। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসার দলের হেলাল উদ্দিন। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের হাবিবুল্লাহ ও বাবু।

কারাতে ইভেন্টে ৬-৯ বছর বয়সী মাইনাস ২৫ কেজি ওজন শ্রেণীতে বালক গ্রুপে স্বর্ণ পেয়েছে বাংলাদেশ দলের নারায়ণগঞ্জ জেলার ভিনসেন। রৌপ্য পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ফাহিম। আর ব্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্রের দাইয়ান ও আরির‌্যান।

এদিকে, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম দিনে জুডো ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রথমবারের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০০ জন ছাত্রী যোগাসন প্রদর্শন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই দিন বিকেল ৫টায় কারাতে প্রতিযোগিতার উদ্বোধন কররেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
ইয়া/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।