ঢাকা: ব্রাজিলের সাও পাওলোর অ্যালিনাজ পার্কে মেক্সিকোকে হারিয়েছে স্বাগতিকরা। কোপা আমেরিকার ৪৪তম আসরের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে মেক্সিকানদের হারায় সেলেকাওরা।
চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার আসরে নামার আগে কার্লোস দুঙ্গার ব্রাজিল এ ম্যাচে নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই মাঠে নামে। বার্সেলোনার হয়ে ট্রেবল জেতা নেইমার এখনো দলের সঙ্গে যোগ দেন নি। দুঙ্গা ম্যাচের শুরুর একাদশে ৪-৩-২-১ ফরমেশনে শিষ্যদের খেলাতে থাকেন।
ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেন জেফারসন, দানিলো, মিরান্ডা, ডেভিড লুইজ, ফেলিপ লুইস, ফার্নানদিনহো, এলিয়াস, ফ্রেড, কোউতিনহো, উইলিয়ান এবং তারদেল্লি। মেক্সিকানদের হয়ে শুরুর একাদশে মিগুয়েল হেরেরা তার শিষ্যদের মধ্যে মাঠে নামান জেসাস করোনা, মারকুয়েজ, ডোমিনগুয়েজ, হেরেরা আর জিমিনেজদের মতো তারকাদের।
ম্যাচের ২৮ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে ব্রাজিলের। গোলবারের বামপাশ দিয়ে ফেলিপ লুইসের বাড়ানো বল পান লিভারপুলের তারকা কোউতিনহো। মেক্সিকোর জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় দুঙ্গার শিষ্যরা। এলিয়াসের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোলটি করেন তারদেল্লি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে দুঙ্গা ফ্যাবিনহো, রবার্তো ফারমিনো, এভারটন রিবেরিও, দগলাস কস্তা, ক্যাসিমিরো, ফেলিপ অ্যান্ডারসনকে খেলান।
কোপা আমেরিকায় ব্রাজিলকে লড়তে হবে কলম্বিয়া, পেরু আর ভেনেজুয়েলার বিপক্ষে। তবে তার আগে হন্ডুরাসের বিপক্ষে ১০ জুন মাঠে নামবে নেইমার বাহিনী।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর