ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ফ্রান্সকে হারাল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ৮, ২০১৫
ফ্রান্সকে হারাল বেলজিয়াম

ঢাকা: উয়েফা ইউরো ২০১৬ শুরুর আগে হোঁচট খেল আয়োজক দেশ ফ্রান্স। প্রীতি ম্যাচে ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৪-৩ গোলে হারের লজ্জা পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মারুয়ান ফেলাইনি।

ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে খেলতে পারেন নি অধিনায়ক করিম বেনজেমা। প্যারিসে খেলা শুরুর ১৭ মিনিটে ফেলাইনির গোলে লিড নেয় বেলজিয়াম। প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার লিড দ্বিগুন করেন।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইতালিয়ান ক্লাব রোমার মিডফিল্ডার রাদজা নেইঙ্গোলানের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ফিফা ৠাংকিংয়ে দুইয়ে থাকা বেলজিয়াম। তিন মিনিট পর ম্যাথিও ভালবুয়েনার পেনাল্টি গোলে খেলায় ফেরে স্বাগতিকরা। কিন্তু, এক মিনিট পরই পাল্টা পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে ব্যবধান ৪-১ করেন চেলসি তারকা এডেন হ্যাজার্ড।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফ্রেঞ্চ মিডফিল্ডার নাবিল ফেকির ও ইনজুরি সময়ে স্ট্রাইকার দিমিত্রি পায়েত গোল করলে খেলায় খানিকটা উত্তেজনা তৈরি হয়। কিন্তু, শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।