ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

বার্সায় নাম লেখালেন ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫
বার্সায় নাম লেখালেন ভিদাল

ঢাকা: পাঁচ বছরের চুক্তিতে ট্রেবল জয়ী বার্সেলোনায় নাম লেখালেন সেভিয়ার স্প্যানিশ উইঙ্গার আলেক্সিস ভিদাল। তবে, দলবদলের বাজারে নিষেধাজ্ঞার শর্তানুযায়ী আগামী বছরের জানুয়ারির আগ পর্যন্ত কাতালানদের হয়ে তিনি মাঠে নামতে পারবেন না।

অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বার্সা ক্লাব কর্তপক্ষ এমনটি নিশ্চিত করেছে।

সেভিয়া ও বার্সা দুই ক্লাবের মধ্যে সমঝোতার ভিত্তিতেই চুক্তি সম্পাদন করা হয়। সোমবার (০৮ জুন) ভিদালের মেডিকেল টেস্ট করানো হবে। তবে কাতালানদের হয়ে মাঠে নামার জন্য তাকে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ ক্লাব আলমেরিয়া থেকে সেভায়ায় পাড়ি জমান ভিদাল। দলের হয়ে জেতেন উয়েফা ইউরোপা লিগ। পুরো মৌসুমেই তিনি মাঠে আলো ছড়িয়েছেন। এতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সার চোখে পড়ে যান। সেভিয়ার হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭টি ম্যাচে মাঠে ‍নামেন ভিদাল। ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি।

বার্সায় দানি আলভেজের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। তাই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের অভাব পূরণের জন্য বেশ তোড়জোড় চালায় স্প্যানিশ জায়ান্টরা। এজন্যই ভিদালকে দলে ভেড়ানো হয়েছে। কারণ, উইঙ্গার ও অ্যাটাকিং ফুল ব্যাক দুই ভুমিকাতেই তিনি বেশ পারদর্শী।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।