ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

জাতীয় দলের বাইরে ইনিয়েস্তা, দিয়েগো কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জাতীয় দলের বাইরে ইনিয়েস্তা, দিয়েগো কস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেন জাতীয় দলের হয়ে পরের দু’টি ম্যাচে অংশ নিতে পারছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। কোস্টারিকা আর বেলারুশের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ইনিয়েস্তা।

এছাড়া থাকতে পারছেন না দিয়েগো কস্তা।

বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার সময় পেশীতে চোট পান। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে জানায়, জাতীয় দলের মেডিকেল স্টাফরা ইনিয়েস্তাকে পরীক্ষা করে দেখেছে। পেশীর চোট থাকার কারণে তারা সিদ্ধান্ত নেয় পরের দু’টি ম্যাচে ইনিয়েস্তাকে মাঠে নামানো হবে না।

কোপা দেল রে’র ফাইনালে (৩০ মে) ইনিয়েস্তা ম্যাচের ৫৬ মিনিটের মাথায় ইনজুরির ব্যাথা নিয়ে মাঠ থেকে উঠে যান। পরে কিছুটা সুস্থ হলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বার্লিনের মাঠে নামেন। কিন্তু সেখানেও পুরোনো ব্যাথা তাকে স্বস্তিতে খেলতে দেয়নি।

ইনিয়েস্তা ছাড়া স্পেন দল থেকে ছিটকে পড়েছেন চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা। হ্যামসট্রিংয়ের ইনজুরির কারণে তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না।

তবে, কোস্টারিকা আর বেলারুশের বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বার্সার তারকা জরদি আলবা, জেরার্ড পিকে, মার্ক বারত্রা, সার্জিও বাসকুয়েটস এবং পেদ্রো। এছাড়া থাকছেন জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করা আলভারো মোরাতা।

দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ইউরো-২০১৬ বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্পেনের থেকে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে স্লোভাকিয়া। ১২ জুন কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।