ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

জুডো ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জুডো ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে চলছে তিনদিন ব্যাপী বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও  প্রধান পৃষ্ঠপোষক মরিয়ম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ‘চতুর্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৫’।

সোমবার (০৮ জুন) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দুপুরে ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রথমবারের মত আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০০জন ছাত্রী যোগাসন প্রদর্শন করেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জুডো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পেয়েছে ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৮টি তাম্র পদক। রানার্স আপ বাংলাদেশ পুলিশ পেয়েছে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক। একটি রৌপ্য পদক পেয়ে তৃতীয় হয়েছে নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কারাতে  ইভেন্টের উদ্বোধন কররেন পর্যটক মন্ত্রী রাশেদ খান মেনন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত আফগানিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন হিমাত। আরো উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১২-১৩ বছর বয়সী বালক কারাতে ইভেন্টে ব্যক্তিগত কাতায় স্বর্ণ জিতে নেয় শ্রীলঙ্কার এ থিরু। রৌপ্য পেয়েছেন চট্টগ্রামের তাসদিক হাবিব। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রোটিয়া ডিএস ও নিলে ইমতিয়াজ।

বালিকা ৬-৯ বছর বয়সী ৩০ কেজি প্লাস ওজন শ্রেনী কাতায় স্বর্ণ পেয়েছেন শ্রীলংকার কালাথমি। রৌপ্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ালীয়াত আর সিরাজ । ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অমরা আলী সানজাল ও বাংলাদেশের ব্ল্যাক বেল্ট একাডেমি।

বালক ১২-১৩ বছর বয়সি কারাতে কুমিতে ইভেন্টে স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্রের  প্রত্যায়া ডিএস চৌধুরী। রৌপ্য পেয়েছেন বাংলাদেশের আফিফ আলম শাহ। ব্রোঞ্জ পেয়েছেন  যুক্তরাষ্ট্রের নিলে ইমতিয়াজ।

এদিকে, ভিয়েতনামের মার্শাল আর্ট ভবিনাম ইভেন্টে পুরুষ মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পান সেনসাম উদ্দিন। রৌপ্য পান বাংলাদেশের হেলাল উদ্দিন। ব্রোঞ্জ পান বাংলাদেশের হাবিবুল্লাহ ও মো: বাবু।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।