ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মিলিতভাবে রাকিব দ্বিতীয়, জিয়া তৃতীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
মিলিতভাবে রাকিব দ্বিতীয়, জিয়া তৃতীয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত অষ্টম মুম্বাই মেয়রস কাপ আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ৬.৫ পয়েন্ট করে নিয়ে অন্য ৪ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৬ পয়েন্ট নিয়ে অন্য ১৭ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে পাঁচ পয়েন্ট, ঢাকা চেস ক্লাবের মোঃ আবুল কাশেম ৩ পয়েন্ট ও দাবানল দাবা ক্লাবের কাজী মাহবুব আফজাল ২ পয়েন্ট অর্জন করেছেন।

সোমবার (০৮ জুন) অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় রাকিব ভারতের কুলকার্নি রাকেশকে, জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার শিবানন্দা বিএস-কে এবং কাশেম আফজালকে পরাজিত করেন। রাজীব জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার আজালাড্জে সোটার কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।