রাজশাহী: রাজশাহীতে প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগ চালুর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন কল্যাণ সমিতির নেতারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহীর ফুটবলকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে। অথচ আশির দশকে রাজশাহীর ফুটবল খেলোয়াড়দের পদচারণায় ঢাকার মাঠ ছিল সরগরম। কিন্তু বর্তমানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতায় রাজশাহীতে ফুটবল খেলা বন্ধ হতে চলেছে।
এখানে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং দীর্ঘ ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের আয়োজন করা হয়নি। পাঁচ বছর আগেও ফুটবল লিগ পরিচালনা করেছে জেলা ফুটবল ফেডারেশন। কিন্তু বর্তমানে কোনো লিগই চলছে না। এতে রাজশাহীর খেলোয়াড়রা বসে বসে সময় পার করছেন। ফলে অনেকের ক্যারিয়ারই এখন হুমকির মুখে।
অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন রাজশাহী ফুটবল কল্যাণ সমিতির সভাপতি মুনজুরুজ্জামান মুন, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক ফুটবল খেলোয়াড় কামাল হোসেন, মামুনুর রশিদ, আহাদ আলী রেজা, মনিরুজ্জামান ছানা, রইসউদ্দিন বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএস/এসএন/এএসআর