ঢাকা: ফুটবল ক্লাব হিসেবে সবচেয়ে মূল্যবান দলের মর্যাদা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া প্রথম কোন ক্লাব হিসেবে ‘বিলিয়ন ডলার’ ব্র্যান্ডে নিজেদের নাম লেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
ব্র্যান্ড ফাইনেন্সের এক জরিপে ৫০ শতাংশ ৠাংকিং মূল্যে শীর্ষ এ স্থানটিতে জায়গা পেল রেড ডেভিলসরা। যদিও লুইস ফন গালের অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে কোন শিরোপাই ঘরে তুলতে পারেনি দলটি। তবে ৬৪ শতাংশ ক্রমোন্নতিতে সবার ওপরে ১.২ বিলিয়িনে পৌছালো প্রিমিয়ার লিগের দলটি।
এর আগে তৃতীয় অবস্থানে থাকা ম্যানইউ শীর্ষে উঠতে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলার রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে। এ জরিপে রিয়াল পেছনে থাকলেও ফোবার্স ম্যাগাজিনের তালিকায় অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোরাই শীর্ষে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এমএমএস