ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হতাশাজনক মৌসুম কাটালেও রাদামেল ফ্যালকাওয়ের ওপর আস্থা রাখছেন চেলসির কোচ হোসে মরিনহো। দলবদলের বাজারে এই কলম্বিয়ান স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী পর্তুগিজ কোচ।
গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে এক বছরের ধারের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ফ্যালকাও। কিন্তু, সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা ম্যানইউর হয়ে রীতিমত নিজেকে হারিয়ে খুঁজেছেন। ইনজুরি ও ফর্মহীনতায় ভুলে যাওয়ার মতো মৌসুম কাটিয়েছেন। তাই রেড ডেভিলসরা তার সঙ্গে কোনো স্থায়ী চুক্তি করেনি।
তবে ম্যানইউ ছাড়লেও ইংল্যান্ডেই থাকতে পারেন ফ্যালকাও। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি তার নতুন ঠিকানা হতে পারে। গোল ডট কম এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ফ্যালকাওয়ের সঙ্গে চুক্তি করতে আলোচনা করবে চেলসি ক্লাব কর্তৃপক্ষ।
দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমাদেরকে অবশ্যই একজন স্ট্রাইকার কিনতে হবে। আমরা চাই, দলে যেন তিনজন ভালো মানের স্ট্রাইকার থাকে। ফ্যালকাওকে দলে নিতে ক্লাব জোর প্রচেষ্টা চালাবে। শুধুমাত্র একজনই না, দলবদলের বাজারে আমাদের বিকল্প চিন্তাও থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, জুন ০৯, ২০১৫
আরএম