ঢাকা: আর কয়েকদিনের মধ্যেই বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন জোসেফ মারিয়া বার্তোমেউ। অন্য কোনো কারণে নয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যই তিনি পদত্যাগ করবেন।
গত মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সার কোচের দায়িত্ব নেন এনরিক। প্রথম মৌসুমেই তিনি বাজিমাত করেন। তার অধীনে ট্রেবল জয় করে কাতালানরা। কিন্তু, চুক্তির মেয়াদ আরো এক বছর থাকলেও সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে এনরিক নিজেই উদ্বেগ প্রকাশ করেন।
তবে, আশার কথাই শোনালেন বার্সা প্রেসিডেন্ট। স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘এনরিকের সঙ্গে ক্লাব চুক্তি নবায়ন করবে কিনা তা ভবিষ্যৎ প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। তবে, আমি যদি পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হই, তাহলে সন্দেহাতীতভাবেই তাকে প্রস্তাব দেওয়া হবে। ’
তিনি আরও উল্লেখ করেন, ‘ক্লাবের সঙ্গে এনরিকের চু্ক্তির মেয়াদ এখনো এক বছর বাকি। তাই আগামী মৌসুমেও তিনি কোচের দায়িত্বে থাকবেন। আমি মনে করি, এখানে সে খু্বই সুখে আছে। ’
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরএম