ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে “ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা-২০১৫”। ঢাকার পল্টন ময়দানে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
আসরে দু’টি গ্রুপে ৬টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাব, মাদারটেক রাগবি ক্লাব, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং কান রাগবী ওয়ারিয়র্স ।
এই উপলক্ষ্যে মঙ্গলবার (০৯ জুন) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রশিদুজ্জামান সেরনিয়াবাত, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার (মার্কেটিং) কাজী মোহাম্মদ আবু সালেহ, বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক দীন ইসলাম সহ ফেডারেশনের সদস্যরা।
১১ জুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম