ঢাকা: মহিলা হ্যান্ডবল লিগের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বুধবার (১০ জুন)। দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগের শেষ ম্যাচ।
লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। খেলা শেষে সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করবেন।
এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত সুপার ফোরের খেলায় উষা ক্রীড়া চক্র ৩৩-১৫ গোলে আর এন স্পোর্টস হোমকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-৮ গোলে এগিয়ে ছিল। উষা ক্রীড়া চক্রের পক্ষে শিল্পী ১০ ও রুবিনা ৯ গোল এবং আর এন স্পোর্টস হোমের পক্ষে ময়না ৫ ও পারভিন ৩ গোল করেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম