ঢাকা: ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে অংশ নিতে মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় এসেছে কিরগিজস্তান জাতীয় ফুটবল দল। ১১ জুন বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার ধানমন্ডির শেখ জামাল মাঠে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে কিরগিজস্তান ফুটবল দল।
ওদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পরামর্শে ফুটবল ভক্তদের কথা মাথায় রেখে ১১ ও ১৬ জুন বাছাইপর্বের ম্যাচের সময় পরিবর্তন করেছে বাফুফে কর্তৃপক্ষ। বিকাল ৩টার পরিবর্তে বিকাল ৫টায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
অনুশীলন শেষে কথা বলেন বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া। কিরগিজস্তান ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচে জয় চাই আমরা। পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া অবশ্যই জরুরি। নিজেদের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে পয়েন্ট পেলে এগিয়ে থাকবো আমরা। তবে তিন পয়েন্ট না পেলে অন্তত ১ পয়েন্ট খুবই দরকার। ’
প্রতিপক্ষ কিরগিজস্তান সম্পর্কে জামাল বলেন ‘ওরা খুবই ভাল দল। বেশ ক’জন ফুটবলার দেশের বাইরে খেলেন। তারপরও ওদের হারানোর সামর্থ্য রয়েছে আমাদের। আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচের ভিডিও দেখেছি। নির্ভরযোগ্য খেলোয়াড়দের মার্ক করা হয়েছে। দুই আফ্রিকান ফুটবলার নিয়ে কিরগিজরা শক্তি বাড়িয়েছে। ’
তিনি আরও উল্লেখ করেন, ‘গত দুই প্রস্তুতি ম্যাচে সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এ বিষয়টি নিয়ে কোচ কাজ করেছেন। কিরগিজদের বিপক্ষে যেন একই ঘটনা না ঘটে। মধ্যমাঠ বা আক্রমণভাগ নিয়ে খুব বেশি সমস্যা নেই বলে মনে করছেন কোচ। আর এনামুল আসায় আক্রমণে শক্তি বেড়েছে বেশ খানিকটা। তবে রক্ষণভাগ নিয়ে আরও কিছু কাজ করতে হবে। আর আমাদের কয়েকজনের ফিটনেসে ঘাটতি রয়েছে। কোচ ভালভাবে নজর রাখছেন। আশা করি এর প্রভাব খুব বেশি পড়বে না। ’
প্রচার গাড়ি এবং ভ্যানে বিক্রি করা হচ্ছে এ ম্যাচের টিকিট। এছাড়া মহানগরী লীগ কমিটির অফিস, বাফুফের গেট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারটি বুথেও পাওয়া যাচ্ছে টিকিট। টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ টাকা এবং ভিআইপি ১০০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরএম