ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তিন দিনব্যাপী ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা’ মঙ্গলবার (০৯ জুন) শেষ হয়েছে।
এই প্রতিযোগিতায় ভবিনামে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আরও উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম