ঢাকা: কোপা দেল রে, স্প্যানিশ লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো বার্সেলোনার কোচ লুইস এনরিকের সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি করেছে কাতালান ক্লাবটি। ২০১৭ সাল পর্যন্ত এনরিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বার্সা।
ট্রেবল জয়ের পর বার্সায় প্রথম মৌসুম কাটানো এনরিকে জানিয়েছিলেন, কাতালানদের হয়ে তার ভবিষ্যত অনিশ্চিত। তবে, স্প্যানিশ জায়ান্ট দলটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছিলেন, বার্সাতেই রাখা হবে এনরিককে। সে ধারাবাহিকতায় ক্যাম্প ন্যু’তে এনরিককে আরও দু’বছর রেখেছে উয়েফা সেরা ক্লাবটি।
মঙ্গলবার ক্লাবের প্রেসিডেন্ট বার্তোমেউ এনরিকের চুক্তির বিষয়টি জানান। তিনি বলেন, এনরিকের আরও এক বছর চুক্তির মেয়াদ ছিল। কিন্তু আমরা এনরিকের সঙ্গে আরও দু’বছর চুক্তি করেছি। নবায়নকৃত চুক্তি অনুযায়ী তিনি বার্সার হয়ে ২০১৭ সাল পর্যন্ত কাজ করবেন।
এ সময় তিনি আরও যোগ করেন, গত মৌসুমে দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। এনরিক আসার পর দারুণ একটি মৌসুম আমাদের উপহার দিয়েছে। আমরা আশা করছি তিনি আমাদের আরও শিরোপা পাইয়ে দেবেন।
গত মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সার কোচের দায়িত্ব নেন এনরিক। বার্সা আর রিয়ালের হয়ে খেলা সাবেক এ তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কাতালানদের ‘বি’ দলের কোচ ছিলেন। এরপর রোমা, সেল্টার কোচিংয়ের দায়িত্ব পালন করে ২০১৪ সালে বার্সার মূল একাদশের হয়ে দায়িত্ব নেন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এমআর