ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিল স্কোয়াডে যোগ দিলেন আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ব্রাজিল স্কোয়াডে যোগ দিলেন আলভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাতেই পর্দা উঠছে ৪৪তম কোপা আমেরিকার আসর। আর শেষ সময়ে এসে ব্রাজিল দলে ডাক পেলেন দানি আলভেজ।

রিয়াল মাদ্রিদ তারকা দানিলোর ইনজুরিতে দলে সুযোগ পেলেন এ অভিজ্ঞ ডিফেন্ডার। গত রোববার মেক্সিকোর বিপক্ষে সেলেকাওদের ২-০ গোলে জয়ের ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন দানিলো।

গত বছর ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের পর আলভেজ ব্রাজিলের জার্সি গায়ে আর মাঠে নামেন নি। তবে নতুন কোচ কার্লোস দুঙ্গা বার্সেলোনার এ তারকার উপর আস্থা রেখেছেন।

বার্সার হয়ে খেলা আলভেজ সর্বশেষ দলটির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন। এর আগে লা লিগা ও কোপা দেল রে শিরোপ নিজেদের করে নেওয়ায় এ মৌসুমে ট্রেবলও জিতে কাতালান ক্লাবটি।

এদিকে চুতর্থ ফুটবলার হিসেবে ইনজুরির কারণে ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে বাদ পড়েন দানিলো। এর আগে লুইজ গুস্তাভো, দিয়েগো আলভেজ ও মার্সেলো ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছিলেন। আগেই ছিটকে পড়েন চেলসির তারকা অস্কার।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।