ঢাকা: রাদামেল ফ্যালকাও। বর্তমান বিশ্বের তারকা স্ট্রাইকারদের তালিকায় তার নামটাও থাকবে।
তবে, ফ্যালকাওয়ের পাশে দাঁড়িয়েছেন স্পেশাল ওয়ান খ্যাত কোচ হোসে মরিনহো। এই পর্তুগিজ কোচের হাত ধরেই ইংলিশ লিগের শিরোপা ঘরে তোলে চেলসি। মরিনহো অনেকটা আক্ষেপে সুরেই বলেন, ‘এটা আমাকে খুবই কষ্ট দেয়, যখন ব্রিটিশ ফুটবল ভক্তরা ফ্যালকাওয়ের ফর্ম নিয়ে বাজে মন্তব্য করে। সে যদি চেলসিতে নাম লেখায় তাহলে আমি তার সেরা ফর্মটাই বের করে আনব। ’
সম্প্রতি বাতাসে জোর গুঞ্জন উঠছে, ফ্যালকাওকে দলে ভেড়াতে মরিয়া চেলসি বস মরিনহো। তবে, শেষ পর্যন্ত এই মিশন সফল হবে কিনা তার জন্য আরো অপেক্ষা করতে হবে।
২০১৪-১৫ মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে এক বছরের ধারের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ফ্যালকাও। কিন্তু, ইনজুরি আর ফর্মহীনতায় ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার অনেকটা নিজেকে হারিয়ে খুঁজেছেন। আর রেড ডেভিলসদের কোচ লুইস ফন গালও তার ওপর আস্থা রাখতে পারেননি। তাই, ফ্যালকাওয়ের সঙ্গে স্থায়ী চুক্তি করেনি ম্যানইউ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএম