ঢাকা: বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১ জুন) স্বাগতিক বাংলাদেশ মাঠে নেমেছে কিরগিজস্তানের বিপক্ষে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ম্যাচের আট মিনিটে ডি বক্সের বাইরে হেমন্ত ভিনসেন্ট ফাউল করেন কিরগিজস্তানের খেলোয়াড়কে। ফলে সিঙ্গাপুরের রেফারি সুখবির সিং পেনাল্টির নির্দেশ দেন। আর স্পট কিক থেকে গোল করেন কিরগিজস্তানের জেনলিয়ানুহিন অ্যান্টন(১-০)।
২৮ মিনিটে ইয়ামিন মুন্না ডি বক্সের মধ্যে কিরগিজস্তানের মাইয়ের ভিক্টরকে ফাউল করেন। ফলে আবারও পেনাল্টি নির্দেশ দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ব্রানহার্ট অ্যাডগার (২-০)।
তবে ৩২ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ব্রানহার্ট অ্যাডগার (২-১)। ফলে ম্যাচে ব্যবধান কিছুটা কমে।
তবে ৪১ মিনিটে আবারো এগিয়ে যায় সফরকারীরা। এ সময় ডি বক্সের বাইরে থেকে বা পায়ের শক্তিশালী শর্টে বাংলাদেশের জালে বল পাঠান জেনলিয়ানুহিন অ্যান্টন (৩-১)। এটি তার ম্যাচে তৃতীয় ও ব্যক্তিগত জোড়া গোল। ফলে ৩-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্রুইফের শিষ্যরা।
বাংলাদেশ একাদশ : রাসেল মাহমুদ (লিটন), নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, এনামুল হক, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা ও তপু বর্মন।
কিরগিজস্তান একাদশ : কিচিন ভ্যালেরি, তাগো ড্যানিয়েল নিল আরমাহ, মায়ের ভিক্টর, আজামত বৈমাতভ, মুরজায়েভ মিরলান, সিদোরেঙ্কো পাভেল, কাশুবা ভ্যালেরি, লাক্স ভিতালিজ, বাহতিয়ার দুইশেবেকোভ, জেমলিয়ানুহিন অ্যান্টন ও বার্নহার্ডট এদগার।
বাংরাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, ১১ জুন ২০১৫
ইয়া/আরএম